Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
The changed farmer Abdul Hamid
Attachments
বদলে যাওয়া খামারী আব্দুল হামিদঃ কার্যকর প্রশিক্ষন মানুষকে বদলে দিতে পারে। প্রমান কিশোরগঞ্জের যশোদল ইউনিয়নের মনিপুর ঘাটের আব্দুল হামিদ। মাস তিনেক আগে কৃত্রিম প্রজনন ও ভ্রুন হস্তান্তর প্রকল্পের আওতায় ৩ দিনের প্রশিক্ষন নিয়ে উদ্ধু্দ্ধ হয়ে ১২ শতাংশ জমিতে নেপিয়ার ঘাসের চাষ করেছেন। ৩ টি উন্নত জাতের গাভীর সবুজ ঘাসের চাহিদা অনেকটাই মিটে যাচ্ছে। বেড়েছে দুধের উৎপাদন। শ্বেত বিপ্লবের পূর্বশর্ত ঘাস চাষের সম্প্রসারণে আমরা আন্তরিক।