কিশোরগঞ্জ সদর উপজেলা প্রানিসম্পদ দপ্তর প্রাণীজ আমিষের ঘাটতি মিটাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে । দারিদ্র বিমোচন, কর্মসংস্থানর ও বৈদেশিক মুদ্রা অর্জনে এখাতের অবদান অনস্বীকার্য । এখানে গবাদিপশু হাস মুরগী পালনের অনুকূল পরিবেশ রয়েছে । উন্নত মানের গাভী, মহিষ, ছাগল ও ভেড়া প্রতিপালনের মাধ্যমে মাংস,ডিম ও দুধের চাহিদা পূরণ সম্ভব ।যেখানে আমাদের মাথা পিছু ২৫০ মিলি দুধ,১২০ গ্রাম মাংসের প্রয়োজন সেখানে মাত্র ৩০ মিলি দুধ ১২ গ্রাম মাংসের যোগান রয়েছে , অন্যদিকে বৎসরে ,১০৬ টি ডিমের জায়গায় মাত্র ২৬ টি ডিমের যোগান রয়েছে ।
বর্তমানে এ উপজেলায় ৬৮টি গাভীর খামার ,২৫টি ছাগলের খামার, ১২টি ভেড়ার খামার ,১টি সরকারী মুরগীর খামার ,১৫৫টি বেসরকারি মুরগীর খামার ,
১৪৩ টি হাঁসের খামার,ব্রয়লার খামার ৪৭০টি ,১টি প্রানিসম্পদ হাসপাতাল ,১টি কৃএিম প্রজনন উপকেন্দ্র , ২টি কৃএিম প্রজনন পয়েন্ট রয়েছে ।
এখানকার জনগনের উল্লেখ যোগ্য অংশ প্রাণীসম্পদ প্রতিপালনে নিয়োজিত রয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS